গ্রীষ্মে অসুখের অভাব হয় না। গরমে ঘেমে নেয়ে ক্লান্তি, ভাইরাল ফিভার, হিটস্ট্রোক, পেটের অসুখ আরও কত রোগ সঙ্গী হয়। তবে এদের মধ্যে অন্যতম বেদনাদায়ক হলো ডায়েরিয়া। আর একবার এই রোগের পাল্লায় পড়লে একদিনেই শরীর দুর্বল। এমনিতেই গরমে ক্লান্তি বোধ থাকে চরমে। তার উপরে ডায়রিয়ায় আক্রান্ত হলে হাসপাতাল পর্যন্ত রোগীকে নিয়ে যেতে হতে পারে। তাই আগে থেকেই জেনে নিন কী কী করলে এড়াতে পারবেন ডায়েরিয়া-