বিদেশে অনেক খোলামেলা বিক্রি হলেও এ দেশে এখনও সেক্সটয়ের অভাব রয়েছে৷ খোলা বাজারে তো তা মেলেই না, মেলে ্অনলাইন, তাও অনেক লুকিয়ে তা ব্যবহার করতে হয়, কারণ বাছবিচারের ভয়৷ কিন্তু বাড়িতে পড়ে থাকা বিভিন্ন জিনিসকেই সেক্সটয় হিসাবে কখনও কখনও ব্যবহার করা চলে৷ কী কী ব্যবহার করতে পারেন এ ক্ষেত্রে!