পোশাকের সঙ্গে মানানসই বাহারি দুল না পরলে সম্পূর্ণ হয় না মহিলাদে সাজ৷ কানের লতির সঙ্গে চাপ দুল বিভিন্ন দৈর্ঘ্যের ঝোলা দুল-সব তৈরি হয় ফ্যাশনের সঙ্গে পাল্লা দিয়ে৷ কিন্তু দুলের সঙ্গে ফ্যাশন তো নয় হল৷ দুল খুললে কানের লতিতে যে অসহ্য দুর্গন্ধ, তার কী হবে?