#নয়াদিল্লি: ওভারিয়ান সিস্টে (Ovarian Cysts) বিশ্বের অধিকাংশ মহিলাই আক্রান্ত। ডিম্বাশয় হল জরায়ুর উভয় পাশে অবস্থিত ছোট বাদাম আকৃতির একজোড়া প্রত্যঙ্গ। হরমোন উৎপাদনের পাশাপাশি একজন মহিলার প্রজনন জীবনে প্রতি মাসে একটি ডিম্বাণু (ovum) নিঃসরণ করে এই অঙ্গ। কখনও কখনও, ডিম্বাশয়ে তরল ভরা পকেট তৈরি হয় যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘সিস্ট’। চিকিৎসকদের মতে, ডিম্বাশয়ের সিস্ট একাধিক কারণে হতে পারে, এরই মধ্যে রয়েছে নানা প্রকারভেদও:
আরও পড়ুন- উত্তেজক-টগবগে যৌন জীবন চান ? মিলনের সময় এই ৫টা ভুল মোটে করবেন না
১. কার্যকরী সিস্ট: পিরিয়ডের চক্রে ডিম ছাড়ার সময় এই সিস্টের (Ovarian Cysts) বিকাশ ঘটে। তবে এগুলি ছোট, কম ক্ষতিকারক এবং সাধারণত কোনও উপসর্গ সৃষ্টি করে না এবং নিজেরাই সেরেও যায়।
২. এন্ডোমেট্রিওমাস: যখন জরায়ুর আস্তরণের কোষ (এন্ডোমেট্রিয়াম) ডিম্বাশয়ের টিস্যুতে উপস্থিত থাকে তখন এই সিস্টের জন্ম হয়। পিরিয়ডের সময় এই কোষগুলি ডিম্বাশয়ের মধ্যে রক্তপাত করে, যার ফলে রক্তে ভরা সিস্ট তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে ডিম্বাশয়ে সংগৃহীত রক্ত গাঢ় বাদামী হয়ে যায়, তাই এই সিস্টগুলিকে ‘চকলেট সিস্ট’ও বলা হয়। এই সিস্টের ফলে পেলভিক পেইন মারাত্মক বেড়ে যায় এবং বন্ধ্যাত্বের সবচেয়ে সাধারণ কার এই সিস্ট (Ovarian Cysts)।
৩. ডার্ময়েড সিস্ট (টেরাটোমাস): এগুলি ডিম্বাশয়ের জীবাণু কোষ থেকে উৎপন্ন হয় এবং এতে ত্বক, চুল, দাঁত বা হাড়ের মতো বিভিন্ন টিস্যু থাকে। এগুলি সাধারণত যুবতী মহিলাদের মধ্যে দেখা যায়।
৪. সিস্টাডেনোমাস: এগুলি ডিম্বাশয়ের পৃষ্ঠের (এপিথেলিয়াল) কোষ থেকে উদ্ভূত হয় এবং এতে পরিষ্কার বা শ্লেষ্মাযুক্ত তরল থাকে। এগুলি (Ovarian Cysts) বেশ বড় আকারে বৃদ্ধি পেতে পারে এবং বয়স্ক মহিলাদের ক্যান্সারও ঘটাতে পারে।
আরও পড়ুন- কারও সঙ্গে ডেটিংয়ে যাওয়ার আগে ভীষণ নার্ভাস? ডেটিং অ্যাংক্সাইটি কাটান এই উপায়ে
ডিম্বাশয়ের সিস্টের কারণে ব্যথার কিছু সাধারণ কারণ হল:
* এন্ডোমেট্রিওমাস (Endometriomas) প্রচণ্ড ব্যথার কারণ হতে পারে, এটি পিরিয়ডের বেশ কয়েক দিন আগে শুরু হয় এবং সাধারণত পিরিয়ডের রক্তপাত শুরু হওয়ার পরে কমে যায়।
* ডিম্বাশয়ের বড় সিস্ট, সাধারণত সিস্টাডেনোমাস (Cystadenomas) বা ডার্ময়েড সিস্ট (Dermoid cysts) পেটে মোচড় দিতে পারে যার ফলে ডিম্বাশয়ের রক্ত সরবরাহ আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে তীব্র পেটে ব্যথা হতে পারে। অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন হয় এই ক্ষেত্রে।
* সিস্ট ফেটে অভ্যন্তরীণ রক্তপাত এবং গুরুতর ব্যথা হতে পারে, সেক্ষেত্রে অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন।
* সিস্টে সংক্রমণ অত্যন্ত বেদনাদায়ক, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং কখনও কখনও অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়।
লক্ষণ ও উপসর্গ
– পেলভিক পেইন
– তলপেট ভারী হওয়া
– ফোলা ফোলা ভাব
– বমি বমি ভাব, বমি বা জ্বরের সাথে সম্পর্কিত তীব্র পেটে ব্যথা
চিকিৎসা
ডিম্বাশয়ের সিস্ট (Ovarian Cysts) তৈরি হওয়া প্রতিরোধের তেমন কোনও উপায় নেই। তবে, গাইনোকোলজিস্টের সঙ্গে নিয়মিত চেকআপ করালে সিস্টগুলি কোনও জটিলতা এবং গুরুতর উপসর্গ সৃষ্টি করছে কী না সেই নিয়ে সতর্ক হতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।