বিশেষজ্ঞদের মতে, পুরুষদের মধ্যে স্পার্ম বা শুক্রাণুর সংখ্যা ও মান বাড়াতে সাহায্য করে নিম তেল। এক গবেষণায় দেখা গিয়েছে যে, স্পার্ম কাউন্ট বাড়ানোর পাশাপাশি সেক্সুয়াল পারফরমেন্স বাড়াতেও সহায়তা করে এই নিমের তেল। তাই আলোচনা করে নেওয়া যাক, নিম পাতার একাধিক গুণাগুণ সম্পর্কে। ওজন ঝরানোর সঙ্গী নিম:
বর্তমানে লাইফস্টাইলজনিত কারণে কমবেশি সকলেই ওজন বৃদ্ধির সমস্যায় ভুক্তভোগী। ওজন ঝরাতে অনেকেই আবার ব্যস্ত জীবন থেকে এক্সারসাইজ করার সময়টুকুও বার করে উঠতে পারেন না। তাহলে উপায়। এক্ষেত্রে মুশকিল আসান করবে সেই নিম পাতাই। বিশেষজ্ঞদের মতে, নিম পাতার জ্যুস ডায়েটে যোগ করলে উপকার মিলবে। বলা হয় যে, নিম পাতার রস ওজন কমাতেও সহায়তা করে। Representational Image