#কলকাতা: শারীরিক গঠন যেমনই হোক, প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর। তবে অনেক সময়ে ওজন বেড়ে গেলে, নানাধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। পড়তে হয় রোগের প্রকোপে। কিন্তু একটু নিয়ম মেনে চললে সহজেই বাড়তে থাকা ওজনে লাগাম টানা যায়। দেখে নেওয়া যাক কোন কোন উপায়ে ঝড়িয়ে ফেলা যায় শরীরের বাড়তি মেদ। পর্যাপ্ত পরিমাণে জল পানসারা দিনে কতটা জল খাচ্ছেন, সে দিকে বিশেষ নজর রাখুন। ওজন ঝরানোর ক্ষেত্রে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনে অন্তত তিন থেকে চার লিটার জল পান করা উচিত। দিনে আপনি কত বোতল জল খাচ্ছেন, তা খেয়াল করুন। খাওয়ার পরেও জল খেতে ভুলবেন না।প্রোটিনশরীরে শক্তির জোগান প্রোটিন। তাই ডায়েট তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখা জরুরি। এ বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া আবশ্যিক।কার্বোহাইড্রেটভরপুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, ওজন ঝরাতে হলে এমন খাবার মেপে খেতে হবে। তার পরিবর্তে বেশি পরিমাণে প্রোটিন এবং শাকসব্জি খেতে পারেন।আরও পড়ুন: রোগ প্রতিরোধ সঙ্গে ত্বকের দেখভাল করতে আজ থেকেই ডায়েটে রাখুন এই ফলআরও পড়ুন: অকালেই মুখে বার্ধক্যের ছাপ পড়ছে? তারুণ্য ধরে রাখতে ম্যাজিকের মত কাজ করবে এই উপাদানখাবার ভাল করে চিবিয়ে খানভাল মেটাবলিজম শরীর সুস্থ রাখে। খাবার ভাল করে চিবিয়ে খেলে তা দ্রুত হজম হয়। তাই খাবার ভাল করে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weight Loss, Weight Loss Tips