ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)-র মতে, আমাদের দেশে সাধারণ মৃত্যুর কারণের মধ্যে লিভারের স্থান দশে। শুনলে অবাক হবেন, প্রতি বছর ১০ লক্ষ ভারতীয় লিভার সিরোসিসে আক্রান্ত হন। এটা বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণও বটে। হু’র মতে, পাঁচজনের মধ্যে একজন ভারতীয়র লিভারের রোগ হতে পারে।