বাইরে কনকনে ঠান্ডা, অলিতে গলিতে চলছে ক্রিসমাসের সাজসজ্জার ধুম। জানলার ঠিক ওপর প্রান্তে অপেক্ষারত ক্রিসমাস সঠিক সময়ের প্রতীক্ষায় দিন গুনছে। উৎসবে মুখরিত সারা বিশ্ব। নিজেদের তো বটেই সঙ্গে নিজের ঘরকে এই সময় মনের মতো করে সাজাতে কে না চায়। ক্রিসমাসে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, গেট টুগেদার ,গেস্টদের ভিড় সব কিছুই কিন্তু এই বাড়িকে ঘিরে। তাই অন্দরমহলের সৌন্দর্যটাও খুবই গুরুত্ব রাখে বিশেষ করে কোন উৎসবের সময়। সুন্দর সাজানো ঘর হারিয়ে যাওয়া ইতিবাচক চেতনা , সতেজতা এবং খুশি আবার ফিরিয়ে আন্তে পারে। আপনাদের গৃহসজ্জার কিছু টিপস তাই এখানে দেওয়া হল। আসা রাখা যায় এগুলো আপনাকে ঘর সুন্দর করে সাজাতে অনুপ্রেরণা দেবে।
ক্রিসমাস ট্রি :
টিনসেলের মালা :
বাজারে আজকের দিনে বিভিন্ন ধরণের টিনসেলের মালা পাওয়া যায়। আগে এগুলি মূলত সীসা দিয়ে তৈরি হত কিন্তু স্বাস্থ্যের কারণে মার্কেটে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের সৌন্দর্যকে তুলে ধরতে লম্বা সুতোয় বাঁধা টিনসেলের পাতলা ফয়েল স্ট্রিপের চাহিদা এই সময় খুব বেড়ে যায়। ঘরের দরজায়, ভিতরে, জানালায়, দেয়ালে কিংবা ক্রিসমাস ট্রিও আমরা এই টিনসেলের মালা দিয়ে সাজাতে পারি।
বড়দিনের পুষ্পস্তবক :ক্রিসমাসের গোলাকার এই পুস্পস্তবক ক্রিসমাস আইকনোগ্রাফির একটি অংশ , এটি প্রতীকীভাবে চক্রাকারে প্রকৃতি এবং ঈশ্বরের প্রেমের প্রতিনিধিত্ব করে। ডাল, ফুল এবং ফল ছাড়াও সবুজ গাছের পাতা দিয়ে এই পুস্পস্তবক তৈরি করা হয়। ক্রিসমাসের সময় ঘরের দেয়ালে, জানলায়, দরজায়, রান্নাঘরে এমনকি বিছানাও এগুলো দিয়ে সাজানো হয়।
ক্রিসমাসের মোজা :এগুলো মূলত মোজা আকৃতির এক ধরণের ব্যাগ। ক্রিসমাসের সময় এগুলো বিশেষ করে বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়. এটা মান্যতা আছে যে এই সময় সান্তা এসে বাচ্চাদের জন্য ওই ব্যাগগুলোতে উপহার রেখে যাবে। এগুলো, ছোট, বড় , মাঝারি অনেক প্রকারের হতে পারে। ক্রিসমাস স্টকিংস বাচ্চাদের বিছানার উপরে, হেডবোর্ডে , দরজার বাইরে, জানালায় ঝুলিয়ে রাখা যেতে পারে। শুধু তাই নয় এগুলো একসাথে স্তুপীকৃত করেও যেতে পারে এবং রাতে ডাইনিং টেবিল বা অধ্যয়নের টেবিলে ঝুলিয়ে রাখা যেতে পারে।
ক্রিসমাস লাইটস :ক্রিসমাসে সারা ঘরে এই লাইটস ঘরের মাধুর্য আরও বাড়িয়ে তোলে। এগুলো সাধারণত স্ট্রিং লাইটসের মতো হয়. এছাড়াও এগুলো স্টার্স , প্ল্যানেটস , স্নোফ্লেক্স এবং ছোট বাল্বের মতো হতে পারে। আপনার ঘরের চাদ ছোট হোক বা বড় , তাকে এই লাইটস দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন। এছাড়াও কাঁচের বয়ামে রেখে একটা ট্রেন্ডের লুক দিতে পারেন কিংবা সিঁড়ি বা বারান্দায় চালিয়েও রাখা যেতে পারে।
এখন নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে সিরিওসমাসের এই মরসুমকেও দারুণভাবে পুরোমাত্রায় উপভোগ করুন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas 2022, Home Decoration