এক কাপ চায়ে যেমন তোমাকে চাই, তেমনই অনেকেই আবার কফির কাপে তাঁকে চাই (International Coffee Day Special)। কারণ, কফি ও চায়ের মধ্যে চিরকালীন এই টানাপোড়েন লেগেই থাকবে। অনেকের দিন শুরু হয় চায়ের কাপে, অনেকের আবার কফিতে চুমুক দিয়ে। অন্তর্জাতিক কফি দিবসে (International Coffee Day Special) রইল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৯ ধরনের কফির সন্ধান। বাড়িতে প্রিয় মানুষ, বন্ধু, পরিবারের সঙ্গে জমিয়ে কফি পান করুন। উদযাপন করুন কফির স্বাদ (International Coffee Day Special)।