ক্যামেরার সামনে তিনি প্রথম থেকেই সাবলীল। সে বড় পর্দায় হোক কিংবা ইনস্টাগ্রাম- মাখন ত্বক আর উজ্জ্বল পোশাকে দর্শক মনে ঝড় তোলেন অনন্যা পান্ডে (Ananya Panday)।
অনুরাগীরা বলেন, স্বর্গীয় সৌন্দর্য অনন্যার। আর সেটা ন্যাচারাল বিউটি। সেটা ঠিক, তবে তারপরেও ত্বকের যত্নে বেশ কয়েকটি নিয়ম মেনে চলেন চাঙ্কি কন্যা। রোদ, জল, ঝড়ে সারাদিনের শুটিং শেষে আক্ষরিক অর্থেই ত্বকের আর কিছু থাকে না। সেই সময় দরকার বিশেষ যত্নের। এই সময় অনন্যা হাতে তুলে নেন দুটি উপকরণ। সেগুলো কী? দেখে নেওয়া যাক সেটাই।
কফির কাপে চুমুক দিয়েই শুরু হয় একটা নতুন দিন। সারাদিনের শেষে ত্বকের যত্নে সেই কফিকেই হাতে তুলে নেন অনন্যা। সঙ্গে থাকে নারকেল তেল। ২ টেবিল চামচ কফি পাউডার এবং ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে অনন্যা তৈরি করে নেন ফেস স্ক্র্যাব। অভিনেত্রীর মতো ত্বকের জেল্লা পেতে যে কেউ ব্যবহার করতে পারে এই স্ক্রাবার।
আরও পড়ুন : জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরগরম রাজনীতি! কিন্তু কেন্দ্র-রাজ্য কর পায় কত? দেখুন আসল সত্যিটা…
কফি পাউডার এবং নারকেল তেল ভালো ভাবে মিশিয়ে সেটা লাগাতে হবে গোটা মুখে। তারপর আঙুল দিয়ে হালকা করে মাসাজ করতে হবে। এভাবে ১৫ থেকে ২০ মিনিট থাকার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখ। এরপর পছন্দের ময়েশ্চারাইজার দিয়ে আরেক বার মুখ ধুয়ে নিলে আরও ভালো ফল মিলবে।
কফিতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যা ব্রন দূর করতে সাহায্য করে। মুখে ব্রন হওয়ার সবচেয়ে বড় কারণ হল অয়েল, ডেড স্কিন সেল। কফি দিয়ে ত্বক স্ক্রাব করলে ব্রন থেকে মুক্তি পাওয়া যায়। চোখের তলায় কালি থাকলে মুখের সৌন্দর্য নষ্ট করে। এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে কফির পেস্ট। এতে ডার্ক সার্কেলও কমবে।
শুধু মুখে নয়, এই স্ক্র্যাবার পায়েও ব্যবহার করা যায়। ডেড স্কিন দূর করে পা পরিষ্কার রাখে। তাছাড়া কফিতে ক্যাফেইন থাকে, যা ব্লাড সার্কুলেশনের উন্নতি করে।
মুখে স্ক্রাব করার পাশাপাশি চুল স্ক্রাব করতেও কফি ব্যবহার করা যেতে পারে। কফি দিয়ে স্ক্রাবিং করলে চুল ভালো থাকে। ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্যতা বজায় থাকে। স্ক্রাব করার পরে ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ananya Panday